DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

শান্তি সম্পর্কে বাইবেল পদ

  • সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন, ও তোমাকে রক্ষা করুন;
    সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন, ও তোমাকে অনুগ্রহ করুন;
    সদাপ্রভু তোমার প্রতি নিজ মুখ উত্তোলন করুন, ও তোমাকে শান্তি দান করুন।
  • এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি।
  • শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি; জগৎ যেরূপ দান করে, আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ভীতও না হউক।
  • কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।
  • ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে।
  • আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হউন।
  • কারণ,
    ‘‘যে ব্যক্তি জীবন ভালবাসিতে চায়,
    ও মঙ্গলের দিন দেখিতে চায়,
    সে মন্দ হইতে আপন জিহ্বাকে,
    ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক।
    সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক,
    শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক।”
  • আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;
    কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
    আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
  • যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে,
    কেননা তোমাতেই তাহার নির্ভরতা।
  • আর খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক; তোমরা ত তাহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ; আর কৃতজ্ঞ হও।
  • পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর।
  • দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।
  • যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম,
    নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।
  • মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর;
    শান্তির অন্বেষণ ও অনুধাবন কর।
  • আর যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা-ফলের বীজ বপন করা যায়।
  • সকলের সহিত শান্তির অনুধাবন কর, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন কর; সাবধান হইয়া দেখ, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়।
  • প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও।
  • কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে শুচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট।
  • যাহারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাহাদের পরম শান্তি,
    তাহাদের উছোট লাগে না।
  • তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;
    আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
    আমি পৃথিবীতে উন্নত হইব।
  • তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল কর; তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।
  • কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি।
  • আহা! পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে,
    যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে,
    মঙ্গলের সুসমাচার প্রচার করে,
    পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে,
    তোমার ঈশ্বর রাজত্ব করেন।
  • বিবাদ হইতে নিবৃত্ত হওয়া মনুষ্যের গৌরব,
    কিন্তু মূর্খমাত্রেই বিবাদ করিবে।
  • সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন;
    সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন।

কোন শাসনই আপাততঃ আনন্দের বিষয় বোধ হয় না; কিন্তু দুঃখের বিষয় বোধ হয়, তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন