![লূক ১২:৪৮ - ROVU](/images/simple/rovu/luke-12-48.png)
কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর যে কোন ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে; এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাহিবে।
আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।