আর যদি ভাববাণী প্রাপ্ত হই, ও সমস্ত নিগূঢ়তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি।
আজকের জন্য বাইবেল পদ
সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়;কিন্তু অবোধেরা অগ্রে যাইয়া দণ্ড পায়।