
অতএব, হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর, ইহাই তোমাদের চিত্ত-সঙ্গত আরাধনা।
আজকের জন্য বাইবেল পদ
স্বর্গে আমার কে আছে?পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই।