আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে,
বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে।
দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে,
রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে।
বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে।
দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে,
রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে।

আজকের জন্য বাইবেল পদ
কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে;তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে;
কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।





