কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;
তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
তাহারা চিরকাল রক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।
তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
তাহারা চিরকাল রক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।
আজকের জন্য বাইবেল পদ
তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে,তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ,
তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ।