বৃহষ্পতিবার, 31 জুলাই, 2014
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন।বুধবার, 30 জুলাই, 2014
আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ,যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ,
যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।
মঙ্গলবার, 29 জুলাই, 2014
দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে; লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পড়িবার মত করিয়া তোমাদের কোলে দিবে; কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদের জন্যও পরিমাণ করা যাইবে।সোমবার, 28 জুলাই, 2014
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।
রবিবার, 27 জুলাই, 2014
আমরা যদি বলি যে, তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।শনিবার, 26 জুলাই, 2014
যে স্ত্রী পায়, সে উৎকৃষ্ট বস্তু পায়,এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়।
শুক্রবার, 25 জুলাই, 2014
যে কেহ আপন প্রাণ রক্ষা করে, সে তাহা হারাইবে; এবং যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে।বৃহষ্পতিবার, 24 জুলাই, 2014
আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে,তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ।
বুধবার, 23 জুলাই, 2014
এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, ‘কি ভোজন করিব, কি পান করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না; ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়?মঙ্গলবার, 22 জুলাই, 2014
ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে;কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
সোমবার, 21 জুলাই, 2014
কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
তাহারা চিরকাল রক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।
রবিবার, 20 জুলাই, 2014
ইঁহারা সকলে স্ত্রীলোকদের, এবং যীশুর মাতা মরিয়মের ও তাঁহার ভ্রাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন।শনিবার, 19 জুলাই, 2014
তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক।শুক্রবার, 18 জুলাই, 2014
যে শাসন মানে, সে জীবন-পথে চলে;কিন্তু যে অনুযোগ ত্যাগ করে, সে ভ্রান্ত হয়।
বৃহষ্পতিবার, 17 জুলাই, 2014
তোমরা জগতের দীপ্তি; পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।বুধবার, 16 জুলাই, 2014
বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না;তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।
কারণ তদ্দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা,
জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি প্রাপ্ত হইবে।
মঙ্গলবার, 15 জুলাই, 2014
তখন তাঁহারা উপবাস ও প্রার্থনা এবং তাঁহাদের উপরে হস্তার্পণ করিয়া তাঁহাদিগকে বিদায় দিলেন।সোমবার, 14 জুলাই, 2014
কেননা আমি জানি, তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার যোগান দ্বারা ইহা আমার পরিত্রাণের সপক্ষ হইবে।রবিবার, 13 জুলাই, 2014
সদাপ্রভুর পথ সিদ্ধের পক্ষে দুর্গ,কিন্তু তাহা অধর্মাচারীদের পক্ষে সর্বনাশ।
শুক্রবার, 11 জুলাই, 2014
কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্ত্রোত্রগান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কান পাতিয়া শুনিতেছিল।বৃহষ্পতিবার, 10 জুলাই, 2014
আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে।বুধবার, 9 জুলাই, 2014
তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন।সোমবার, 7 জুলাই, 2014
আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইস, আমরা আত্মার বশে চলি।রবিবার, 6 জুলাই, 2014
আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন।শনিবার, 5 জুলাই, 2014
কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন।শুক্রবার, 4 জুলাই, 2014
আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব;কোথা হইতে আমার সাহায্য আসিবে?
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে,
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।
বৃহষ্পতিবার, 3 জুলাই, 2014
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হউক।বুধবার, 2 জুলাই, 2014
তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না,তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না।
মঙ্গলবার, 1 জুলাই, 2014
আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগপর্যায়ের যুগে যুগে হউক। আমেন।আজকের জন্য বাইবেল পদ
যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।