DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

জীবন সম্পর্কে বাইবেল পদ

  • সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন;
    তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন।
    সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন,
    এখন অবধি চিরকাল পর্যন্ত।
  • অতএব তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।
  • জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,
    তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।
  • কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়।
  • যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য কর, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর; কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে।
  • যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়,
    সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়।
  • বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে?
  • আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে,
    তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ।
  • কারণ,
    ‘‘যে ব্যক্তি জীবন ভালবাসিতে চায়,
    ও মঙ্গলের দিন দেখিতে চায়,
    সে মন্দ হইতে আপন জিহ্বাকে,
    ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক।
    সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক,
    শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক।”
  • সকল বিষয়েরই সময় আছে, ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল।
  • কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;
    অতএব তোমার নামের অনুরোধে
    আমাকে পথ দেখাইয়া গমন করাও।
  • সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর,
    কেননা তাহা হইতে জীবনের উদ্‌গম হয়।
  • সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর;
    তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।
  • আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও; যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পার, ঈশ্বরের ইচ্ছা কি; যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ।
  • যীশু তাহাদিগকে বলিলেন, আমিই সেই জীবন-খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে, সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে, সে তৃষ্ণার্ত হইবে না, কখনও না।
  • সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;
    যে আপন পথে কৃতকার্য হয়,
    তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে,
    তাহার বিষয়ে রুষ্ট হইও না।
  • কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে,
    আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।
  • যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;
    যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্বনাশ হয়।
  • ফলতঃ আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাঁহার পথে চলিতে এবং তাঁহার আজ্ঞা, তাঁহার বিধি ও তাঁহার শাসন পালন করিতে হইবে; তাহা করিলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে; এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করিবেন।
  • তুমি বলিও না, বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভাল ছিল? কেননা এই বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না।
  • যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।
  • সুখের দিনে সুখী হও, এবং দুঃখের দিনে দেখ, ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন, অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে, তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে।
  • যে শাসন মানে, সে জীবন-পথে চলে;
    কিন্তু যে অনুযোগ ত্যাগ করে, সে ভ্রান্ত হয়।
  • খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করিলেন, এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন।
  • সকলের সহিত শান্তির অনুধাবন কর, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন কর; সাবধান হইয়া দেখ, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়।

তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

অতএব তোমরা আমার আজ্ঞা সকল মান্য করিবে, পালন করিবে; আমি সদাপ্রভু।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত,
সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন