DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

হৃদয় সম্পর্কে বাইবেল পদ

  • সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর,
    কেননা তাহা হইতে জীবনের উদ্‌গম হয়।
  • জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,
    তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।
  • অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি; আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি।
  • আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে।
  • আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিম্বা বস্ত্র পরিধানরূপ বাহ্য ভূষণ, তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা, তাহাদের ভূষণ হউক; তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য।
  • হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,
    আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও।
  • তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন,
    তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন।
  • কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না; কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন।
  • তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;
    তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
    তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
    তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।
  • কারণ যেখানে তোমার ধন, সেখানে তোমার মনও থাকিবে।
  • দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক;
    তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ,
    তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ।
    তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে,
    ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে।
  • আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব, ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব; আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব।
  • তিনি তাহাকে কহিলেন,
    ‘‘তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।”
  • আর সদাপ্রভুতে আমোদ কর,
    তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।
  • সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক;
    কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে।
  • বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না;
    তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।
    কারণ তদ্দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা,
    জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি প্রাপ্ত হইবে।
  • তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন,
    তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।
  • প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।
  • বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে,
    কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে।
  • হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,
    তোমাদের অন্তঃকরণ সবল হউক।
  • আমি সর্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি,
    আমাকে তোমার আজ্ঞা-পথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না।
  • ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে।
  • এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও,
    যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।
  • আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হউক,
    হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা।
  • ধন্য তাহারা, যাহারা তাঁহার সাক্ষ্যকলাপ পালন করে;
    যাহারা সর্বান্তঃকরণে তাঁহার অন্বেষণ করে।

আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, ‘উপড়িয়া যাও, আর সমুদ্রে গিয়া পড়,’ এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে, যাহা বলে, তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখ, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি; সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন