এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও,
যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।
যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।

আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই;কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।