DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

প্রজ্ঞা সম্পর্কে বাইবেল পদ

  • কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,
    তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।
  • অতএব তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।
  • যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।
  • কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে শুচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট।
  • সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম;
    রৌপ্য অপেক্ষা বিবেচনালাভ বরণীয়।
  • তুমি বলিও না, বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভাল ছিল? কেননা এই বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না।
  • তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ কর, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।
  • অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয়;
    কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্তী।
  • যে বুদ্ধি উপার্জন করে, সে আপন প্রাণকে প্রেম করে,
    যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।
  • কেহ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হউক।
  • যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;
    যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্বনাশ হয়।
  • তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক।
  • এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও,
    যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।
  • অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে তাহার গৃহ নির্মাণ করিল।
  • সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন,
    আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
  • অহঙ্কার আসিলে অপমানও আইসে;
    কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর।
  • কেননা যে আমাকে পায়, সে জীবন পায়,
    এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে।
  • কারণ সদাপ্রভু কহেন, আমার সঙ্কল্প সকল ও তোমাদের সঙ্কল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়।
  • হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না,
    কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয়।
  • যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন।
  • প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর;
    সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর।
  • বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে,
    কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে।
  • ইহাও বাহিনীগণের সদাপ্রভু হইতে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য ও বুদ্ধিকৌশলে মহান।
  • তুমি কি জ্ঞাত হও নাই? তুমি কি শুন নাই? অনাদি অনন্ত ঈশ্বর, সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না; তাঁহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না।
  • হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর,
    আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি,
    তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়াছ,
    আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে;
    তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে।

মূর্খও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়;
যে ওষ্ঠাধর বদ্ধ রাখে, সে বুদ্ধিমান বলিয়া গণিত
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন