DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

কথা সম্পর্কে বাইবেল পদ

  • মরণ ও জীবন জিহ্বার অধীন;
    যাহারা তাহা ভালবাসে, তাহারা তাহার ফল ভোগ করিবে।
  • ভাল মানুষ আপন হৃদয়ের ভাল ভাণ্ডার হইতে ভালই বাহির করে; এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে; যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে।
  • তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাহির না হউক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হউক, যেন যাহারা শুনে, তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়।
  • যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;
    যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্বনাশ হয়।
  • মন্দের পরিশোধে মন্দ করিও না, এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না; বরং আশীর্বাদ কর, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহূত হইয়াছ।
  • স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
    কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
  • আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার-দিনে সেই সকলের হিসাব দিতে হইবে।
  • মূর্খও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়;
    যে ওষ্ঠাধর বদ্ধ রাখে, সে বুদ্ধিমান বলিয়া গণিত
  • বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই;
    কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
  • হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক।
  • তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল,
    অনাথ সকলের জন্য খোল।
  • মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়;
    আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।
  • কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,
    কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।
  • বৎসেরা, আইস, আমরা বাক্যে কিম্বা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি।
  • কারণ আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই। যদি কেহ বাক্যে উছোট না খায়, তবে সে সিদ্ধপুরুষ, সমস্ত শরীরকেই বল্‌গা দ্বারা বশে রাখিতে সমর্থ।
  • জ্ঞানবানের মুখনির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীনবুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে।
  • অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে;
    কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।
  • একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভ্রাতৃগণ, এই সকল এমন হওয়া অনুচিত।
  • আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,
    সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে।
  • আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোন অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাক, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দেও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে।
  • অতএব তোমরা অন্ধকারে যাহা কিছু বলিয়াছ, তাহা আলোতে শুনা যাইবে; এবং অন্তরাগারে কাণে কাণে যাহা বলিয়াছ, তাহা ছাদের উপরে প্রচারিত হইবে।
  • তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ কর, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।
  • কারণ তুমি যদি ‘মুখে’ যীশুকে প্রভু বলিয়া স্বীকার কর, এবং ‘হৃদয়ে’ বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে।
  • মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়;
    কিন্তু মন্ত্রিবাহুল্যে সেই সকল সুস্থির হয়।
  • আর সেইরূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন; কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন।

আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে,
তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

প্রত্যাশায় আনন্দ কর, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন