- আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।
- মনোহর বাক্য মৌচাকের ন্যায়;
 তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর।
- সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
 জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।
- তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে।
- আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হউক,
 হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা।
- হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না,
 কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয়।
- সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে,
 প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।
- মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে;
 কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়।
- হীনবুদ্ধির ওষ্ঠ বিবাদ সঙ্গে করিয়া আইসে,
 তাহার মুখ মার মার বলিয়া ডাকে।
- মনুষ্যের মনোব্যথা মনকে নত করে;
 কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে।
- সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়,
 কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।
- যদি আমি মনুষ্যদের, এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝম্ঝম্কারী করতাল হইয়া পড়িয়াছি।
- যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায় তাহার ধর্ম অলীক।
- তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে,
 ছলনা-বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ।
- আর বাক্যে কি কার্যে যাহা কিছু কর, সকলই প্রভু যীশুর নামে কর, তাঁহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর।
- আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না, বরং সেইগুলির দোষ দেখাইয়া দেও। কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে, তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয়।
- ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে,
 কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।
- আমি যখন চুপ করিয়াছিলাম,
 আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল,
 কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম।
- কিন্তু তোমাদের কথা হাঁ, হাঁ, না, না, হউক; ইহার অতিরিক্ত যাহা, তাহা মন্দ হইতে জন্মে।
- কিন্তু লোকে যখন তোমাদিগকে সমর্পণ করিতে লইয়া যাইবে, তখন কি বলিবে, অগ্রে সেই জন্য ভাবিত হইও না; বরং সেই দণ্ডে যে কথা তোমাদিগকে দেওয়া যাইবে, তাহাই বলিও; কেননা তোমরাই যে কথা বলিবে, তাহা নয়, কিন্তু পবিত্র আত্মাই বলিবেন।
- বিবাদ হইতে নিবৃত্ত হওয়া মনুষ্যের গৌরব,
 কিন্তু মূর্খমাত্রেই বিবাদ করিবে।
- মুখের কুটিলতা আপনা হইতে অন্তর কর,
 ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর কর।
- কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।
- যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই,
 দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।
- তোমার মুখ খোল, ন্যায় বিচার কর,
 দুঃখী ও দরিদ্রের বিচার কর।
আজকের জন্য বাইবেল পদ
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর;সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর।






