DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

প্রাণ সম্পর্কে বাইবেল পদ

  • কিন্তু সেখানে থাকিয়া যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ কর, তবে তাঁহার উদ্দেশ পাইবে; সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাঁহার অন্বেষণ করিলেই পাইবে।
  • বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিম্বা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে?
  • আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,
    তাঁহা হইতেই আমার পরিত্রাণ।
  • হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?
    আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?
    ঈশ্বরের অপেক্ষা কর;
    কেননা আমি আবার তাঁহার স্তব করিব;
    তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
  • সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখ; এবং কোন্‌ কোন্‌টি চিরন্তন মার্গ, তাহা জিজ্ঞাসা করিয়া বল, উত্তম পথ কোথায়? আর সেই পথে চল, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না।
  • তিনি তাহাকে কহিলেন,
    ‘‘তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।”
  • প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশলপ্রাপ্ত ও সুস্থ থাক।
  • আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।
  • বস্তুতঃ তুমিই আমার মর্ম রচনা করিয়াছ;
    তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।
    আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
    তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।
  • আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে।
  • হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
    আমি সযত্নে তোমার অন্বেষণ করিব;
    আমার প্রাণ তোমার জন্য পিপাসু,
    আমার মাংস তোমার জন্য লালায়িত,
    শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।
  • হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর;
    হে আমার অন্তরস্থ সকল,
    তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।
  • মনোহর বাক্য মৌচাকের ন্যায়;
    তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর।
  • আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি;
    আমার প্রাণ অপেক্ষা করিতেছে;
    আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।
  • সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে,
    প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।
  • সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক;
    সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক।
  • কেবল এই এই বিষয়ে খুব যত্নবান থাকিও, সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াছেন, তাহা পালন করিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, তাঁহার সমস্ত পথে চলিও, তাঁহার আজ্ঞা সকল পালন করিও, তাঁহাতে আসক্ত থাকিও, এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তাঁহার সেবা করিও।
  • তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে,
    আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
  • আর দেখ, সমস্ত জগতের যে পথ, অদ্য আমি সেই পথে যাইতেছি; আর তোমরা সমস্ত অন্তঃকরণে ও সমস্ত প্রাণে ইহা জ্ঞাত হও যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটিও বিফল হয় নাই; তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, তাহার একটিও বিফল হয় নাই।
  • হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;
    কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা।
  • ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত।
    আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?
  • কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে, এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি।

আজকের জন্য বাইবেল পদ

ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে,
তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

সর্ববিষয়ের পরীক্ষা কর; যাহা ভাল, তাহা ধরিয়া রাখ। সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন