DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

অন্বেষণ সম্পর্কে বাইবেল পদ

  • আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে।
  • তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাক, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন; আর যদি তোমরা তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন।
  • সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,
    নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।
  • হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
    আমি সযত্নে তোমার অন্বেষণ করিব;
    আমার প্রাণ তোমার জন্য পিপাসু,
    আমার মাংস তোমার জন্য লালায়িত,
    শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।
  • যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে।
  • আর সদাপ্রভুতে আমোদ কর,
    তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।
  • যাহারা তোমার নাম জানে,
    তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে;
    কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।
  • আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম,
    তিনি আমাকে উত্তর দিলেন,
    আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন।
  • সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাঁহাকে পাওয়া যায়,
    তাঁহাকে ডাক, যাবৎ তিনি নিকটে থাকেন।
  • যাহারা জিজ্ঞাসা করে নাই, আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়াছি; যাহারা আমার অন্বেষণ করে নাই, আমি তাহাদিগকে আমার উদ্দেশ পাইতে দিয়াছি; যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই, তাহাকে আমি কহিলাম, ‘‘দেখ, এই আমি, দেখ এই আমি।”
  • সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,
    নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।
  • কারণ সদাপ্রভু ইস্রায়েল-কুলকে এই কথা কহেন, তোমরা আমার অন্বেষণ কর, তাহাতে বাঁচিবে।
  • হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ,
    আমাকে জ্ঞাত হইয়াছ।
    তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ,
    তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।
  • কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন।
  • যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,
    কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
    তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।
  • ধন্য তাহারা, যাহারা তাঁহার সাক্ষ্যকলাপ পালন করে;
    যাহারা সর্বান্তঃকরণে তাঁহার অন্বেষণ করে।
  • উত্তমের চেষ্টা কর, মন্দের নয়, যেন বাঁচিতে পার; তাহাতে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাক।
  • কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়; কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা।
  • যে স্ত্রী পায়, সে উৎকৃষ্ট বস্তু পায়,
    এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়।
  • জানিও, তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ;
    তাহা পাইলে শেষ ফল হইবে,
    তোমার আশা ছিন্ন হইবে না।
  • শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান হও।
  • আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব,
    কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি।
  • ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত।
    আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?
  • আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে।
  • হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাঁহার শাসন পালন করিয়াছ যে তোমরা, তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর, ধর্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর; হয় ত সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে।

আজকের জন্য বাইবেল পদ

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন