আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব।

আজকের জন্য বাইবেল পদ
বস্তুতঃ তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে, আবার ভয় করিবে; কিন্তু দত্তকপুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা, পিতা, বলিয়া ডাকি।র্যানড্ম বাইবেল পদ
প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও,কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি;
আমার গন্তব্য পথ আমাকে জানাও,
কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।পরবর্তী পদ !ছবি সহ