DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

বিশ্রাম সম্পর্কে বাইবেল পদ

  • হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।
  • আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,
    তাঁহা হইতেই আমার পরিত্রাণ।
  • আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;
    কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
    আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
  • সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখ; এবং কোন্‌ কোন্‌টি চিরন্তন মার্গ, তাহা জিজ্ঞাসা করিয়া বল, উত্তম পথ কোথায়? আর সেই পথে চল, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না।
  • সদাপ্রভু আমার পালক,
    আমার অভাব হইবে না।
    তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান,
    তিনি বিশ্রাম-জলের ধারে ধারে আমাকে চালান।
  • যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে,
    সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
    আমি সদাপ্রভুর বিষয়ে বলিব,
    ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
    আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।
  • সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকী রহিয়াছে। ফলতঃ যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাঁহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল।
  • আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও, এবং আমার নিকটে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু।
  • আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়;
    ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন।
  • অতএব আইস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়।
  • কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট; অতএব সংযমশীল হও, এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক।
  • তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে বিশ্রামদিন পালন করিয়া পবিত্র করিও। ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও; কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন; সেই দিন তুমি, কি তোমার পুত্র, কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার গরু, কি গর্দভ, কি অন্য কোন পশু, কি তোমার পুরদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোন কার্য করিও না; তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়।
  • হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;
    কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা।

আজকের জন্য বাইবেল পদ

জ্ঞানবানের মুখনির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীনবুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন