গান করা সম্পর্কে বাইবেল পদ
- কিন্তু আমি তোমার বল কীর্তন করিব,
 তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব;
 কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ,
 আমার সঙ্কটের দিনে আশ্রয়।
- কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;
 আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
 এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
 আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
- খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।
- তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী; সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন; তিনি প্রেমভরে মৌনী হইবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন।
- কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্ত্রোত্রগান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কান পাতিয়া শুনিতেছিল।
- তোমরা ঈশ্বরের উদ্দেশে গীত গাও,
 তাঁহার নামের কীর্তন কর;
 যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাঁহার জন্য রাজপথ বাঁধ;
 তাঁহার নাম ‘যাঃ’, তাঁহার সাক্ষাতে উল্লাস কর।
 ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা।
- আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব;
 পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।
- আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব;
 আমি যতকাল বাঁচিয়া থাকি,
 আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
- কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি;
 আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।
 আমি সদাপ্রভুর উদ্দেশে গীত গাহিব,
 কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন।
- তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে,
 আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
- সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর;
 কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন;
 তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।
- তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে;
 রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। সেলা
- সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
 আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
- আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম,
 তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।
- কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে,
 এবং পিতৃহীন ও অসহায়কে উদ্ধার করিতাম।
 নষ্টকল্পের আশীর্বাদ আমার উপরে বর্তিত;
 আমি বিধবার চিত্তকে আনন্দগান করাইতাম।
আজকের জন্য বাইবেল পদ
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর;সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর।






