খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।


আজকের জন্য বাইবেল পদ
যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে;কিন্তু যে অনুযোগ ঘৃণা করে, সে পশুবৎ!