DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

মিথ্যাবাদী সম্পর্কে বাইবেল পদ

  • মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত;
    কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে, তাহারা তাঁহার সন্তোষ-পাত্র।
  • কারণ,
    ‘‘যে ব্যক্তি জীবন ভালবাসিতে চায়,
    ও মঙ্গলের দিন দেখিতে চায়,
    সে মন্দ হইতে আপন জিহ্বাকে,
    ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক।
    সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক,
    শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক।”
  • সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে,
    প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।
  • যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে,
    এবং হৃদয়ে সত্য কহে।
    যে পরীবাদ জিহ্বাগ্রে আনে না,
    মিত্রের অপকার করে না,
    আপন প্রতিবাসীর দুর্নাম করে না।
  • তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে,
    ছলনা-বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ।
  • তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বহির হয়- বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লমপটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা; এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়, এবং মনুষ্যকে অশুচি করে।
  • একজন অন্য জনের কাছে মিথ্যা কথা কহিও না; কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াসুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ, এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে।
  • আমরা যদি বলি যে, তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।
  • যে দ্বেষ ঢাকিয়া রাখে,তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী;
    আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি।
  • যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে,
    কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।
  • বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা কহে না;
    কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা কহে।
  • কুটিল ব্যক্তি বিবাদ খুলিয়া দেয়,
    পরীবাদক মিত্রভেদ জন্মায়।
  • তোমরা তোমাদের পিতা দিয়াবলের, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা; সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে, তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা।
  • নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।
  • অলীকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর কর;
    দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না,
    আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও।
  • ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে।
  • সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা;
    অহঙ্কার, দাম্ভিকতা ও কুপথ,
    এবং কুটিল মুখও আমি ঘৃণা করি।
  • তখন পিতর কহিলেন, অননিয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে, তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে, এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? সেই ভূমি বিক্রয়ের পূর্বে কি তোমারই ছিল না? এবং বিক্রীত হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণ করিলে? তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কহিলে, এমন নয়, ঈশ্বরেরই কাছে কহিলে।
  • স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
    কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
  • মুখের কুটিলতা আপনা হইতে অন্তর কর,
    ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর কর।
  • বাক্‌পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত,
    মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের অনুপযুক্ত।
  • ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে,
    কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।
  • ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন;
    তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন;
    তিনি কহিয়া কি কার্য করিবেন না?
    তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?
  • অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে;
    কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।
  • ইহা জানিয়া করে যে, ধার্মিকের জন্য নহে, কিন্তু যাহারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধর্মবিরোধী, পিতৃহন্তা ও মাতৃহন্তা, নরহন্তা, ব্যভিচারী, পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যাশপথকারী, তাহাদের জন্য, এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচার অনুযায়ী, যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত হইয়াছে।

আজকের জন্য বাইবেল পদ

হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,
তোমাদের অন্তঃকরণ সবল হউক।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন