আতঙ্ক সম্পর্কে বাইবেল পদ
- সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা;
অহঙ্কার, দাম্ভিকতা ও কুপথ,
এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। - অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।
- আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না;
সদাপ্রভুকে ভয় কর, মন্দ হইতে দূরে যাও।
ইহা তোমার দেহের স্বাস্থ্যস্বরূপ হইবে,
তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। - দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,
যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে। - নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার হইল
ধন, সম্মান ও জীবন। - এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁহার সকল পথে চল ও তাঁহাকে প্রেম কর, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভুর যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল যেন পালন কর।
- ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে,
যে তাঁহার সকল পথে চলে। - লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার,
কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন,
তিনিই প্রশংসনীয়া। - সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল,
তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়। - সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ;
অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। - আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য।
- তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁহাকেই ভয় কর, তাঁহারই আজ্ঞা পালন কর, তাঁহারই রবে অবধান কর, তাঁহারই সেবা কর, ও তাঁহাতেই আসক্ত থাক।
- কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক; এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে।
- সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন।
- সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন,
আর সম্মানের অগ্রে নম্রতা থাকে। - তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
ধন্য সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে,
যে তাঁহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। - সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,
পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা। - সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;
যে কেহ তদনুযায়ী কর্ম করে, সে সদ্বুদ্ধি পায়;
তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী। - যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও; যাঁহাকে শুল্ক দিতে হয়, শুল্ক দেও; যাঁহাকে ভয় করিতে হয়, ভয় কর; যাঁহাকে সমাদর করিতে হয়, সমাদর কর।
- আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে।
- শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্তব্য,
পাছে সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে। - ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন,
আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাঁহাকে ভয় করিবে। - হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও,
আমি তোমার সত্যে চলিব;
তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর। - আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাঁহার পথে গমন করিবে, ও তাঁহাকে ভয় করিবে।
- তখন যিহূদিয়া, গালীল ও শমরিয়ার সর্বত্র মণ্ডলী শান্তিভোগ করিতে ও গ্রথিত হইতে লাগিল, এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার আশ্বাসে চলিতে চলিতে বহুসংখ্যক হইয়া উঠিল।
আজকের জন্য বাইবেল পদ
ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে,তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।