আর সেইরূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন; কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন।

আজকের জন্য বাইবেল পদ
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।