
কিন্তু সদাপ্রভুর দয়া, যাহারা তাঁহাকে ভয় করে,
তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে;
এবং তাঁহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে,
তাহাদের প্রতি, যাহারা তাঁহার নিয়ম রক্ষা করে,
ও তাঁহার বিধি সকল পালনার্থে স্মরণ করে।
তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে;
এবং তাঁহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে,
তাহাদের প্রতি, যাহারা তাঁহার নিয়ম রক্ষা করে,
ও তাঁহার বিধি সকল পালনার্থে স্মরণ করে।
আজকের জন্য বাইবেল পদ
হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও।