
আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;
কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
আজকের জন্য বাইবেল পদ
ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা;হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।