![গীত ২৩:৪](/images/bn/rovu/psalms-23-4-2.jpg)
যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব,
তখনও অমঙ্গলের ভয় করিব না,
কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,
তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
তখনও অমঙ্গলের ভয় করিব না,
কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,
তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।
র্যানড্ম বাইবেল পদ
হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর;হে আমার অন্তরস্থ সকল,
তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।পরবর্তী পদ !ছবি সহ