রবিবার, 30 এপ্রিল, 2017
যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই, যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটী কি ভ্রাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তানসন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে; সে বাটী, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র, তাড়নার সহিত এই সকল পাইবে, এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে।শনিবার, 29 এপ্রিল, 2017
বৃহষ্পতিবার, 27 এপ্রিল, 2017
পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর।বুধবার, 26 এপ্রিল, 2017
কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা, তোমরা খ্রীষ্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ।সোমবার, 24 এপ্রিল, 2017
তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মরিচায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর; সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না।রবিবার, 23 এপ্রিল, 2017
এই কথা বিশ্বাসনীয়;কারণ আমরা যদি তাঁহার সহিত মরিয়া থাকি, তাঁহার সহিত জীবিতও হইব।
শনিবার, 22 এপ্রিল, 2017
আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে;আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারিগণ হইতে,
আমাকে উদ্ধার কর।
শুক্রবার, 21 এপ্রিল, 2017
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।বৃহষ্পতিবার, 20 এপ্রিল, 2017
বুধবার, 19 এপ্রিল, 2017
ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠানসদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।