রবিবার, 30 এপ্রিল, 2017

শনিবার, 29 এপ্রিল, 2017
বৃহষ্পতিবার, 27 এপ্রিল, 2017
পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর।বুধবার, 26 এপ্রিল, 2017
কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা, তোমরা খ্রীষ্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ।সোমবার, 24 এপ্রিল, 2017
তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মরিচায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর; সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না।রবিবার, 23 এপ্রিল, 2017
শনিবার, 22 এপ্রিল, 2017
আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে;আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারিগণ হইতে,
আমাকে উদ্ধার কর।
শুক্রবার, 21 এপ্রিল, 2017
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।বৃহষ্পতিবার, 20 এপ্রিল, 2017
বুধবার, 19 এপ্রিল, 2017
ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠানসদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।
মঙ্গলবার, 18 এপ্রিল, 2017
তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না।সোমবার, 17 এপ্রিল, 2017
রবিবার, 16 এপ্রিল, 2017
শনিবার, 15 এপ্রিল, 2017
শুক্রবার, 14 এপ্রিল, 2017
বৃহষ্পতিবার, 13 এপ্রিল, 2017
দেখ, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।বুধবার, 12 এপ্রিল, 2017
মঙ্গলবার, 11 এপ্রিল, 2017
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনিই করুণা-সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর-দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি।সোমবার, 10 এপ্রিল, 2017
রবিবার, 9 এপ্রিল, 2017
শনিবার, 8 এপ্রিল, 2017
আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ; যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়।বুধবার, 5 এপ্রিল, 2017
সোমবার, 3 এপ্রিল, 2017
শনিবার, 1 এপ্রিল, 2017
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ;ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।