
হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর;
হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর।
দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন;
তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত,
তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।
হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর।
দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন;
তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত,
তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই;কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।