- কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্ত্রোত্রগান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কান পাতিয়া শুনিতেছিল।
- তাঁহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে।
আজকের জন্য বাইবেল পদ
তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও;কেননা তুমিই আমার ঈশ্বর;
তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।