অতএব, হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই; কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাক, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাক; কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মত আচরণ করিয়া থাক।


আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।





