পাঁচটি চড়াই পাখী কি দুই পয়সায় বিক্রয় হয় না? আর তাহাদের মধ্যে একটিও ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয়। এমন কি, তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।
আজকের জন্য বাইবেল পদ
যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম,নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।