- অতএব, হে আমার বৎস, তুমি খ্রীষ্ট যীশুতে স্থিত অনুগ্রহে বলবান হও।
- এই কথা বিশ্বাসনীয়;
কারণ আমরা যদি তাঁহার সহিত মরিয়া থাকি, তাঁহার সহিত জীবিতও হইব। - তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন কর; এমন কার্যকারী হও, যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে।
- কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।
আজকের জন্য বাইবেল পদ
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।
র্যানড্ম বাইবেল পদ
উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত,সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।পরবর্তী পদ !ছবি সহ