কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।

আজকের জন্য বাইবেল পদ
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।র্যানড্ম বাইবেল পদ
সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী,যাহারা তাঁহাকে ডাকে,
যাহারা সত্যে তাঁহাকে ডাকে।পরবর্তী পদ !ছবি সহ