কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাঁহার তত্ত্বজ্ঞান দ্বারা তাঁহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে।

আজকের জন্য বাইবেল পদ
আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি;তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।