
প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।
আজকের জন্য বাইবেল পদ
তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাঁহাতে নির্ভর কর,তিনিই কার্য সাধন করিবেন।
তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম,
মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।