![হিতোপ ৩:৩১-৩২ - ROVU](/images/simple/rovu/proverbs-3-31-32.png)
উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না,
আর তাহার কোন পথ মনোনীত করিও না;
কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
আর তাহার কোন পথ মনোনীত করিও না;
কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।