
উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না,
আর তাহার কোন পথ মনোনীত করিও না;
কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
আর তাহার কোন পথ মনোনীত করিও না;
কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
আজকের জন্য বাইবেল পদ
যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাঁহাতে তোমরা বিশ্বাস কর, যাঁহাকে তিনি প্রেরণ করিয়াছেন।র্যানড্ম বাইবেল পদ
আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,তাঁহা হইতেই আমার পরিত্রাণ।পরবর্তী পদ !ছবি সহ