বুধবার, 30 নভেম্বর, 2016
মঙ্গলবার, 29 নভেম্বর, 2016
সোমবার, 28 নভেম্বর, 2016
এখন যদি তোমরা আমার রবে অবধান কর ও আমার নিয়ম পালন কর, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার।শনিবার, 26 নভেম্বর, 2016
শুক্রবার, 25 নভেম্বর, 2016
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না; যাহারা ব্যভিচারী কি প্রতিমাপূজক কি পারদারিক কি স্ত্রীবৎ আচারী কি পুঙ্গামী, কি চোর কি লোভী কি মাতাল কি কটূভাষী কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।বৃহষ্পতিবার, 24 নভেম্বর, 2016
কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।বুধবার, 23 নভেম্বর, 2016
বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে,কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে।
মঙ্গলবার, 22 নভেম্বর, 2016
রবিবার, 20 নভেম্বর, 2016
তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও,কেননা তুমিই আমার ত্রাণেশ্বর;
আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।
শনিবার, 19 নভেম্বর, 2016
বাহিনীগণের সদাপ্রভু কহেন, যদি আমার নামের মহিমা স্বীকার করিবার জন্য তোমরা কথা না শুন, ও মনোযোগ না কর, তবে আমি তোমাদের উপরে অভিশাপ প্রেরণ করিব, ও তোমাদের আশীর্বাদের পাত্র সকলকে শাপ দিব; বাস্তবিক আমি সেই সমস্তকে শাপ দিয়াছি, কেননা তোমরা মনোযোগ কর না।শুক্রবার, 18 নভেম্বর, 2016
বৃহষ্পতিবার, 17 নভেম্বর, 2016
স্বর্গে আমার কে আছে?পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই।
বুধবার, 16 নভেম্বর, 2016
মঙ্গলবার, 15 নভেম্বর, 2016
সোমবার, 14 নভেম্বর, 2016
স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
রবিবার, 13 নভেম্বর, 2016
শনিবার, 12 নভেম্বর, 2016
কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক; এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে।শুক্রবার, 11 নভেম্বর, 2016
বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না,তাঁহার অনুযোগে ক্লান্ত হইও না;
কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন,
তাহাকেই শাস্তি প্রদান করেন,
যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন।
বৃহষ্পতিবার, 10 নভেম্বর, 2016
অতএব তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।বুধবার, 9 নভেম্বর, 2016
সোমবার, 7 নভেম্বর, 2016
রবিবার, 6 নভেম্বর, 2016
শনিবার, 5 নভেম্বর, 2016
ধার্মিকের বিপদ অনেক,কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।
বৃহষ্পতিবার, 3 নভেম্বর, 2016
আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্র্রমাণপ্রাপ্তি।বুধবার, 2 নভেম্বর, 2016
উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না,আর তাহার কোন পথ মনোনীত করিও না;
কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
মঙ্গলবার, 1 নভেম্বর, 2016
আজকের জন্য বাইবেল পদ
কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হউক, ধার্মিকতা চিরপ্রবহমান স্রোতের ন্যায় বহুক।র্যানড্ম বাইবেল পদ
যে আপন অধর্ম সকল ঢাকে, সে কৃতকার্য হইবে না;কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।পরবর্তী পদ !ছবি সহ