শনিবার, 31 ডিসেম্বর, 2016
প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়।শুক্রবার, 30 ডিসেম্বর, 2016
বুধবার, 28 ডিসেম্বর, 2016
সোমবার, 26 ডিসেম্বর, 2016
রবিবার, 25 ডিসেম্বর, 2016
ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা,পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।
বৃহষ্পতিবার, 22 ডিসেম্বর, 2016
বুধবার, 21 ডিসেম্বর, 2016
খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।মঙ্গলবার, 20 ডিসেম্বর, 2016
আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব।
সোমবার, 19 ডিসেম্বর, 2016
তোমরা বচসা ও তর্কবিতর্ক বিনা সমস্ত কার্য কর, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ।রবিবার, 18 ডিসেম্বর, 2016
শনিবার, 17 ডিসেম্বর, 2016
শুক্রবার, 16 ডিসেম্বর, 2016
বৃহষ্পতিবার, 15 ডিসেম্বর, 2016
বুধবার, 14 ডিসেম্বর, 2016
কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
তাহারা চিরকাল রক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।
মঙ্গলবার, 13 ডিসেম্বর, 2016
প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না।সোমবার, 12 ডিসেম্বর, 2016
রবিবার, 11 ডিসেম্বর, 2016
শুক্রবার, 9 ডিসেম্বর, 2016
বুধবার, 7 ডিসেম্বর, 2016
কেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেক জন পরের মঙ্গল চেষ্টা করুক।মঙ্গলবার, 6 ডিসেম্বর, 2016
সোমবার, 5 ডিসেম্বর, 2016
সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম;রৌপ্য অপেক্ষা বিবেচনালাভ বরণীয়।