মঙ্গলবার, 31 জানুয়ারী, 2017
সোমবার, 30 জানুয়ারী, 2017
তিনিই আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন, এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে, এমন নয়, কিন্তু নিজ সঙ্কল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন; সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রীষ্ট যীশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল।রবিবার, 29 জানুয়ারী, 2017
শুক্রবার, 27 জানুয়ারী, 2017
বৃহষ্পতিবার, 26 জানুয়ারী, 2017
ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।বুধবার, 25 জানুয়ারী, 2017
সোমবার, 23 জানুয়ারী, 2017
বৎসেরা, আইস, আমরা বাক্যে কিম্বা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি।রবিবার, 22 জানুয়ারী, 2017
ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে,তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।
শনিবার, 21 জানুয়ারী, 2017
তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে, ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব।শুক্রবার, 20 জানুয়ারী, 2017
যিনি তোমাদিগকে আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই তাহা করিবেন।বুধবার, 18 জানুয়ারী, 2017
আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্ত বিষয়ে কথোপকথন করিবে।রবিবার, 15 জানুয়ারী, 2017
শনিবার, 14 জানুয়ারী, 2017
জাগিয়া থাক, ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল।বৃহষ্পতিবার, 12 জানুয়ারী, 2017
বুধবার, 11 জানুয়ারী, 2017
মঙ্গলবার, 10 জানুয়ারী, 2017
কিন্তু আমি তোমার বল কীর্তন করিব,তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব;
কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ,
আমার সঙ্কটের দিনে আশ্রয়।
সোমবার, 9 জানুয়ারী, 2017
রবিবার, 8 জানুয়ারী, 2017
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।শনিবার, 7 জানুয়ারী, 2017
দুষ্টতার ধন কিছুই উপকারী নয়,কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে।
শুক্রবার, 6 জানুয়ারী, 2017
আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে; যাহাদের মন ফিরান অনাবশ্যক, এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না।বৃহষ্পতিবার, 5 জানুয়ারী, 2017
বুধবার, 4 জানুয়ারী, 2017
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ,
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।