মঙ্গলবার, 28 ফেব্রুয়ারী, 2017
কিন্তু আমি তোমার উদ্দেশে স্তবধ্বনি সহ বলিদান করিব;আমি যে মানত করিয়াছি, তাহা পূর্ণ করিব;
পরিত্রাণ সদাপ্রভুরই কাছে।
সোমবার, 27 ফেব্রুয়ারী, 2017
শনিবার, 25 ফেব্রুয়ারী, 2017
শুক্রবার, 24 ফেব্রুয়ারী, 2017
হে সদাপ্রভু! মম বল!আমি তোমাতে অনুরক্ত।
সদাপ্রভু মম শৈল, মম দুর্গ,
ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর,
মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত;
মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।
বৃহষ্পতিবার, 23 ফেব্রুয়ারী, 2017
![মথি ১৯:৪-৬](/images/bn/rovu/s/matthew-19-4-6.jpg)
সোমবার, 20 ফেব্রুয়ারী, 2017
ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, এবং তাঁহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়।রবিবার, 19 ফেব্রুয়ারী, 2017
অতএব তোমরা, ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের, উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান কর।শনিবার, 18 ফেব্রুয়ারী, 2017
তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন,তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন।
শুক্রবার, 17 ফেব্রুয়ারী, 2017
কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ব হও।বৃহষ্পতিবার, 16 ফেব্রুয়ারী, 2017
হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান, ইহা সদাপ্রভু বলেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না।বুধবার, 15 ফেব্রুয়ারী, 2017
দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে।
মঙ্গলবার, 14 ফেব্রুয়ারী, 2017
সোমবার, 13 ফেব্রুয়ারী, 2017
আপনাদের বিষয়ে সাবধান হও; আমরা যাহা সাধন করিয়াছি, তাহা যেন তোমরা না হারাও, কিন্তু যেন সম্পূর্ণ পুরস্কার পাও।রবিবার, 12 ফেব্রুয়ারী, 2017
সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে;কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।
শনিবার, 11 ফেব্রুয়ারী, 2017
শুক্রবার, 10 ফেব্রুয়ারী, 2017
তদ্রূপ, আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।বৃহষ্পতিবার, 9 ফেব্রুয়ারী, 2017
হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও;তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
বুধবার, 8 ফেব্রুয়ারী, 2017
মঙ্গলবার, 7 ফেব্রুয়ারী, 2017
সোমবার, 6 ফেব্রুয়ারী, 2017
রবিবার, 5 ফেব্রুয়ারী, 2017
ভাল মানুষ আপন হৃদয়ের ভাল ভাণ্ডার হইতে ভালই বাহির করে; এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে; যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে।শুক্রবার, 3 ফেব্রুয়ারী, 2017
দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়।
বৃহষ্পতিবার, 2 ফেব্রুয়ারী, 2017
হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।