সোমবার, 31 অক্টোবর, 2016
ভাল, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ান উচিত।রবিবার, 30 অক্টোবর, 2016
শনিবার, 29 অক্টোবর, 2016
যে কেহ পুত্রে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে; কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে।শুক্রবার, 28 অক্টোবর, 2016
আর যে কেহ মল্লযুদ্ধ করে, সে সর্ববিষয়ে ইন্দ্রিয়দমন করে। তাহার ক্ষয়ণীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি।বুধবার, 26 অক্টোবর, 2016
ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষেমর আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে; অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না।মঙ্গলবার, 25 অক্টোবর, 2016
কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না; কেননা সে হয় ত একজনকে দ্বেষ করিবে, আর একজনকে প্রেম করিবে, নয় ত একজনের প্রতি অনুরক্ত হইবে, আর একজনকে তুচ্ছ করিবে; তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পার না।সোমবার, 24 অক্টোবর, 2016
রবিবার, 23 অক্টোবর, 2016
কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না; কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব।শনিবার, 22 অক্টোবর, 2016
শুক্রবার, 21 অক্টোবর, 2016
বুধবার, 19 অক্টোবর, 2016
আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর; কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়; কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়ক, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।মঙ্গলবার, 18 অক্টোবর, 2016
দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক;তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ,
তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ।
তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে,
ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে।
সোমবার, 17 অক্টোবর, 2016
রবিবার, 16 অক্টোবর, 2016
আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্ট রস পান কর, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয়া দেও; কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা বিষণ্ন হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি।শনিবার, 15 অক্টোবর, 2016
তোমার বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখ,কোন অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক।
শুক্রবার, 14 অক্টোবর, 2016
বৃহষ্পতিবার, 13 অক্টোবর, 2016
বুধবার, 12 অক্টোবর, 2016
সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
মঙ্গলবার, 11 অক্টোবর, 2016
কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা কর, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন।রবিবার, 9 অক্টোবর, 2016
শুক্রবার, 7 অক্টোবর, 2016
আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর,যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি।
বুধবার, 5 অক্টোবর, 2016
মঙ্গলবার, 4 অক্টোবর, 2016
সোমবার, 3 অক্টোবর, 2016
রবিবার, 2 অক্টোবর, 2016
কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;তিনি মম উচ্চদুর্গ,
আমি অতিশয় বিচলিত হইব না।
শনিবার, 1 অক্টোবর, 2016
যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।আজকের জন্য বাইবেল পদ
সেই প্রতাপের রাজা কে?বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। সেলা