শুক্রবার, 30 সেপ্টেম্বর, 2016
আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহুসংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।বৃহষ্পতিবার, 29 সেপ্টেম্বর, 2016
বুধবার, 28 সেপ্টেম্বর, 2016
মঙ্গলবার, 27 সেপ্টেম্বর, 2016
রবিবার, 25 সেপ্টেম্বর, 2016
শনিবার, 24 সেপ্টেম্বর, 2016
শুক্রবার, 23 সেপ্টেম্বর, 2016
যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়,সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়।
বৃহষ্পতিবার, 22 সেপ্টেম্বর, 2016
বুধবার, 21 সেপ্টেম্বর, 2016
সোমবার, 19 সেপ্টেম্বর, 2016
রবিবার, 18 সেপ্টেম্বর, 2016
আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনিই তোমার সহবর্তী থাকিবেন; তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না; ভয় করিও না, নিরাশ হইও না।শুক্রবার, 16 সেপ্টেম্বর, 2016
কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে।বৃহষ্পতিবার, 15 সেপ্টেম্বর, 2016
বুধবার, 14 সেপ্টেম্বর, 2016
ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে,আর ঋণী মহাজনের দাস হয়।
মঙ্গলবার, 13 সেপ্টেম্বর, 2016
সোমবার, 12 সেপ্টেম্বর, 2016
রবিবার, 11 সেপ্টেম্বর, 2016
শুক্রবার, 9 সেপ্টেম্বর, 2016
বুধবার, 7 সেপ্টেম্বর, 2016
এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, ‘কি ভোজন করিব, কি পান করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না; ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়?সোমবার, 5 সেপ্টেম্বর, 2016
যে বাক্যে মন দেয়, সে মঙ্গল পায়;এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে ধন্য।
রবিবার, 4 সেপ্টেম্বর, 2016
তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ! উত্তম ও বিশ্বস্ত দাস; তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব; তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও।শনিবার, 3 সেপ্টেম্বর, 2016
তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে,মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ;
কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান;
অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর;
তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।
বৃহষ্পতিবার, 1 সেপ্টেম্বর, 2016
বস্তুতঃ তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে, আবার ভয় করিবে; কিন্তু দত্তকপুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা, পিতা, বলিয়া ডাকি।আজকের জন্য বাইবেল পদ
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।