মঙ্গলবার, 30 আগস্ট, 2016
তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর,তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।
সোমবার, 29 আগস্ট, 2016
রবিবার, 28 আগস্ট, 2016
শনিবার, 27 আগস্ট, 2016
শুক্রবার, 26 আগস্ট, 2016
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন।বৃহষ্পতিবার, 25 আগস্ট, 2016
আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে।বুধবার, 24 আগস্ট, 2016
হে আমাদের ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থেআমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধে
আমাদিগকে উদ্ধার কর, আমাদের সকল পাপ মার্জনা কর।
সোমবার, 22 আগস্ট, 2016
রবিবার, 21 আগস্ট, 2016
শনিবার, 20 আগস্ট, 2016
শুক্রবার, 19 আগস্ট, 2016
বুধবার, 17 আগস্ট, 2016
দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে; লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পড়িবার মত করিয়া তোমাদের কোলে দিবে; কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদের জন্যও পরিমাণ করা যাইবে।মঙ্গলবার, 16 আগস্ট, 2016
সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন; বলিতে লাগিলেন, ‘মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল’।রবিবার, 14 আগস্ট, 2016
শনিবার, 13 আগস্ট, 2016
বৃহষ্পতিবার, 11 আগস্ট, 2016
তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক।মঙ্গলবার, 9 আগস্ট, 2016
লোক-ভয় ফাঁদজনক;কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চ স্থানে স্থাপিত হইবে।