রবিবার, 31 জুলাই, 2016
শুক্রবার, 29 জুলাই, 2016
বৃহষ্পতিবার, 28 জুলাই, 2016
বুধবার, 27 জুলাই, 2016
মঙ্গলবার, 26 জুলাই, 2016
যীশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা কর, তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে, বিক্রয় কর, এবং দরিদ্রদিগকে দান কর, তাহাতে স্বর্গে ধন পাইবে; আর আইস, আমার পশ্চাদ্গামী হও।সোমবার, 25 জুলাই, 2016
শনিবার, 23 জুলাই, 2016
শুক্রবার, 22 জুলাই, 2016
যাহার অনেক বন্ধু, তাহার সর্বনাশ হয়;কিন্তু ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।
বৃহষ্পতিবার, 21 জুলাই, 2016
বুধবার, 20 জুলাই, 2016
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হউক।মঙ্গলবার, 19 জুলাই, 2016
প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও,কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি;
আমার গন্তব্য পথ আমাকে জানাও,
কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।
সোমবার, 18 জুলাই, 2016
এবং আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি যেমন কাহারও কাহারও অভ্যাস বরং পরসপরকে চেতনা দিই; আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই।রবিবার, 17 জুলাই, 2016
শনিবার, 16 জুলাই, 2016
সদাপ্রভুতে নির্ভর রাখ, সদাচরণ কর,দেশে বাস কর, বিশ্বস্ততাক্ষেত্রে চর।
বৃহষ্পতিবার, 14 জুলাই, 2016
পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখ, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস; তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাঁহার প্রজা হইবে; এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।
























