এখন আমি নবূখদ্নিৎসর সেই স্বর্গরাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন।

আজকের জন্য বাইবেল পদ
যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি,তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব।