কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে,
তাঁহার অনুগ্রহেতেই জীবন;
সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে,
কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।
তাঁহার অনুগ্রহেতেই জীবন;
সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে,
কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।

আজকের জন্য বাইবেল পদ
কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গত কল্য,তাহা ত চলিয়া গিয়াছে, আর যেন রাত্রির এক প্রহরমাত্র।