হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও;
তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
আজকের জন্য বাইবেল পদ
তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে,তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ,
তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ।