
কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্ব স্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না।
আজকের জন্য বাইবেল পদ
সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম;রৌপ্য অপেক্ষা বিবেচনালাভ বরণীয়।
র্যানড্ম বাইবেল পদ
কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।পরবর্তী পদ !ছবি সহ