
আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি;
আমার প্রাণ অপেক্ষা করিতেছে;
আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।
আমার প্রাণ অপেক্ষা করিতেছে;
আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।
আজকের জন্য বাইবেল পদ
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।