![গীত ৩০:৫](/images/bn/rovu/psalms-30-5-2.jpg)
কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে,
তাঁহার অনুগ্রহেতেই জীবন;
সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে,
কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।
তাঁহার অনুগ্রহেতেই জীবন;
সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে,
কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।
আজকের জন্য বাইবেল পদ
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,
আমি পৃথিবীতে উন্নত হইব।